রাজধানীর ধানমন্ডিতে এক বৃদ্ধের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধের নাম আবদুল হালিম পাপু (৬৫)। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে আবদুল হালিম পাপুর মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল লতিফ জানান, "ধানমন্ডির ৯ নাম্বার রোডের এ ব্লকের ১৩২ নাম্বার বাড়ির ৫ম তলা থেকে পাপুর মরদেহটি উদ্ধার করা হয়। পাপু অনেক দিন ধরে ক্যানসার রোগে ভুগছিলেন। এই কারণে আজ রাতে নিজের টুটুবোর পিস্তল দিয়ে আত্নহত্যা করেন। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। অস্ত্রটি জব্দ করা হয়েছে।"
বিডি-প্রতিদিন/২৭ অক্টোবর, ২০১৬/তাফসীর