চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে মশার কয়েল থেকে আগুন লেগে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে বি ব্লকের ১১ নম্বর রোডের হোসেন আহমদের সাততলা ভবনের সপ্তম তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশন অপারেটর রূপন কান্তি বিশ্বাস জানান, মশার কয়েল থেকে ভবনের সপ্তম তলার একটি ফ্ল্যাটে আগুন লেগে একটি কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালুরঘাট স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সকাল পৌনে ছয়টার দিকে নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/ ২৮ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম