ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৪ ভর্তিচ্ছুকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (২৮ অক্টোবর) পরীক্ষা চলাকালীন সময়ে তাদেরকে আটক করা হয়।
আটকৃতদের মধ্যে তরিকুল ইসলামকে নীলক্ষেত হাইস্কুল থেকে ডিভাইসসহ আটক করা হয়। কার্জন হল থেকে আটক করা হয় আজিমুল আবিদ রিফাতকে। তাৎক্ষণিকভাবে অন্যদের নাম জানা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ বলেন, পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের দায়ে চার জনকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ