সরকারকে বেকায়দায় ফেলতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।
বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন হেফাজত মহাসচিব।
তিনি বলেন, উস্কানী দিয়ে পরিকল্পিত ভাবে এ হামলা হয়েছে। সঠিক ভাবে তদন্ত করলে মূল ঘটনা বের হয়ে আসবে। সন্ত্রাস খুন এবং কারো বাড়িতে হামলা করা ইসলাম সমর্থন করে না। কোন সম্প্রদায়ের ওপর হামলা করাও ইসলামে হারাম। সকল সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ করছি আমরা।
‘আরাকানে নিরীহ মুসলিম নারী ও শিশু নির্যাতন এবং নির্বিচারে গণহত্যার প্রতিবাদে’ আয়োজিত সংবাদ সম্মেলন কিছু কর্মসূচি ঘোষণা করে হেফাজতে ইসলাম। কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ নভেম্বর নগরীর আন্দরকিল্লা শাহি জামে মসজিদ চত্বরে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল। ২৫ নভেম্বর কক্সবাজার শহরে সমাবেশ এবং ‘গণহত্যা বন্ধ না হলে’ চট্টগ্রাম থেকে আরাকান অভিমুখে লংমার্চ করার ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হাফেজ তাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাইনুদ্দিন রুহী, আল্লামা শফি’র প্রেস সচিব মুনির আহমদ এবং আ ন ম মোহাম্মদ উল্লাহ প্রমুখ। এতে মহাসচিরে পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।