চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ মজিবুর রহমান (৪৫) নামে এক বাস চালককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয় বলে জানান অধিদফতরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক আলী আসলাম।
তিনি বলেন, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চালক মজিবুর রহমান। বাসে চালকের আসনের সামনে থাকা ক্যাসেট প্লেয়ার বক্সে তিনি ইয়াবাগুলো লুকিয়ে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আবুল কাশেম বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/১০ নভেম্বর, ২০১৬/মাহবুব