রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তি এলাকায় ট্রাকের চাপায় আমির হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মোহাম্মাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ।
নিহত আমির বাঁশবাড়ি এলাকার লাল মিয়ার ছেলে।
এসআই ফিরোজ আহমেদ জানান, বাঁশবাড়ি বস্তি এলাকার শাহীনের দোকানের সামনে ট্রাক চাপায় ঘটনাস্থলেই আমির নিহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ নভেম্বর, ২০১৬/মাহবুব