দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চার শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম তার অফিস কক্ষে ওই শিক্ষার্থীদের অর্থ সহায়তা দেন।
অর্থপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- জুলহাস (দুই লাখ), নাঈমা (এক লাখ), সুমন (এক লাখ) ও হিমন (এক লাখ)।
এর আগে উল্লিখিত শিক্ষার্থীদের চিকিৎসার আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে ‘কনসার্ট ফর সেভিং লাইফ’ থেকে সংগৃহীত এবং দেশ-বিদেশ থেকে সংগৃহীত সর্বমোট পাঁচ লাখ টাকা ‘উপাচার্যের জরুরি চিকিৎসা সহায়তা তহবিলে’ জমা দেয়া হয়।
উপাচার্য চার শিক্ষার্থীকে চেক প্রদানকালে বলেন, 'দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থীদের জন্য যারা অর্থ সংগ্রহ করছেন তারা মহৎ দায়িত্ব পালন করছেন। এই মানবিক উদ্যোগে যারা জড়িত আছেন আমি তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।'
এসময় তিনি মানুষ বাঁচাতে তাদের পাশে দাঁড়াবার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও মহৎ ব্যক্তিদের ‘উপাচার্য জরুরি চিকিৎসা সহায়তা তহবিলে’ অর্থ প্রদানের উদাত্ত আহ্বান জানান।
বিডি প্রতিদিন/ ১০ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৯