ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও হবিগঞ্জের মাধবপুরসহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী। আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, কৃষিতত্ত্বের অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস, অধ্যাপক ড. তুহিন শুভ্র রায়, মৃত্তিকা বিজ্ঞানের অধ্যাপক ড. অলক কুমার পাল, সহকারী অধ্যাপিকা রেজুয়ানা কবির রাশা ও শেকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দাসসহ বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপর যে সাম্প্রদায়িক হামলা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি’। তিনি আরো বলেন, ‘যারা এই কর্মকাণ্ডে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক’।
এরপর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক সংক্ষিপ্ত পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে হতে বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে শেকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দাস বলেন, ‘বাংলাদেশ একটি অসাম্পদায়িক দেশ। যারা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দিচ্ছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে’।
বিডি-প্রতিদিন/এস আহমেদ