মুন্সীগঞ্জর সিরাজদিখানে শহিদুল ইসলাম (৪২) নামের ভুয়া এক চিকিৎসকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা পারভীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আজ দুপুরে উপজেলার ইছাপুরা চৌরাস্তায় সাথী ডেন্টাল ক্লিনিকে অভিযান পরিচালনা করেন। সেখান থেকে ভুয়া ডাক্তার শহিদুল ইসলামকে আটক করা হয়। চিকিৎসক হিসেবে কোন সার্টিফিকেট দেখাতে না পারায় তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন শাহিনা পারভীনের আদালত।
এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিনা পারভীন জানান, দৈনন্দিন কাজের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়, যা অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/12