মোবাইল ফোনের মধ্যেমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে আব্দুল কুদ্দুস রিপন (৩২) ও মো. বাচ্চু মিয়া নামে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের কাছে তিনটি মোবাইল ফোন কোম্পানির ১৩ সিম পাওয়া যায়। এর মধ্যে দুটি বিকাশ সিমকার্ড।
এই চক্র বিভিন্ন জনের কাছে চাকরিসহ নানা প্রলোভন দেখিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিতো এবং তাদের বিরুদ্ধে গাজীপুরসহ বিভিন্ন থানায় প্রতারণার মামলা রয়েছে।