চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানাদীন নতুন ব্রিজ এলাকায় বেপরোয়া বাসের ধাক্কায় টেম্পুর দুই আরোহী নিহত ও ১২ যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: মোশাররফ (২৫) ও সাইফুল (২৩)। মোশাররফ কুমিল্লার মুরাদনগর উপজেলার মূছাপাড়া গ্রামের চেয়ারম্যান বাড়ির নানু মিয়ার ছেলে এব সাইফুল নগরীর কর্ণফুলি থানার ফিরিয়ার টেক এলাকার নজির আহমদের ছেলে।
বাকলিয়া থানার এএসআই সৈয়দ আহমদ বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী প্রিয়া পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীর জন্য অপেক্ষমান দুইটি টেম্পোকে চাপা দিলে ১৪ জন আহত হন। এদের মধ্যে হাসপাতালে দুইজনের মৃত্যু হয়। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর, ২০১৬/ আফরোজ/১৫