ব্লগার ও লেখক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের গোয়েন্দা শাখার নেতা খায়রুল ওরফে ফাহিমকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সিটিটিসি ইউনিট রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
বিডি প্রতিদিন/১২ নভেম্বর ২০১৬/হিমেল-১২