জমে উঠেছে মেরিল নিবেদিত ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট, আন্তর্জাতিক লোকসংগীত উৎসব, ২০১৬। উৎসবের দ্বিতীয় দিনে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে দর্শকরা উপভোগ করেছেন বিশ্বের সেরা লোকসংগীত শিল্পীদের পরিবেশনায় শেকড় সন্ধানী গানগুলো। এদিন বাংলাদেশ থেকে লতিফ সরকার, শফি মণ্ডল, লাবিক কামাল গৌরব, বংশীবাদক জালাল এবং জাহিদ তাদের অসাধারণ পরিবেশনায় মন্ত্রমুগ্ধ করে রাখেন উপস্থিত দর্শকদের। দর্শকদের প্রাণ বিষাদের সুরে ভাসাতে দেশের বাইরের শিল্পী কারেন লুগো এবং রিকার্ডো মোরো, ইন্ডিয়ান ওশেন ব্যান্ড, প্রসাদ এবং খ্যাতনামা শিল্পী কৈলাশ খের তাদের মন হু হু করা গানগুলো পরিবেশন করেন।
দেশজুড়ে সাড়া জাগানো নিজেকে চেনার উৎসব ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট, ২০১৫-এর সাফল্যের ধারা অব্যাহত রাখতেই দ্বিতীয়বারের মতন সান ইভেন্টস আয়োজন করেছে তিন দিনব্যাপী মেরিল নিবেদিত ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট, আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৬’। এখানে দর্শকরা উপভোগ করবেন বাংলাদেশসহ বিশ্বের সেরা লোকসংগীত শিল্পীদের পরিবেশনায় শেকড় সন্ধানী গানগুলো। সাতটি দেশের শতাধিক লোকশিল্পী এই উৎসবে অংশগ্রহণ করছেন। গতবারের আসরের মতন এবারও দর্শকরা বিনামূল্যে শুধুমাত্র অনলাইনে রেজিষ্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করছে। ফেসবুকের ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ পেইজটিতে পাওয়া যাচ্ছে আয়োজনের সকল তথ্য। অনুষ্ঠানটির টেলিভিশন সম্প্রচারের দায়িত্বে আছে মাছরাঙা টেলিভিশন। ফেসবুকের ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ পেইজটি এবং এর নিজস্ব ইউটিউব চ্যানেলে পুরো অনুষ্ঠানটি লাইভ দেখার সুযোগ আছে।
জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর মেরিল, ইন অ্যাসোসিয়েশন উইথ জিপি মিউজিক, পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক লিমিটেড, সাপোর্টেড বাই মাইক্রোসফট বাংলাদেশ, ব্রডকাস্ট পার্টনার মাছরাঙা টেলিভিশন, ফুড পার্টনার রাঁধুনী, লজিস্টিক পার্টনার বেঙ্গল ডিজিটাল, ওয়াইফাই পার্টনার আমরা কোম্পানিজ, রেডিও পার্টনার রেডিও দিনরাত, পিআর পার্টনার মিডিয়া কম, মেডিকেল পার্টনার স্কয়ার হসপিটালস লিমিটেড, সিকিউরিটি পার্টনার এইজিস সিকিউরিটি ফোর্স, হসপিটালিটি পার্টনার দ্য ওয়েস্টিন ঢাকা ও রেজিস্ট্রেশন পার্টনার সহজ ডট কম।
হাজার বছর ধরে বাংলার শেকড়ে ছড়িয়ে থাকা গানগুলো আলোড়িত করে যাচ্ছে শ্রোতাদের প্রাণ। দেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়ছে এর মুগ্ধতার ছোঁয়া। বাংলাদেশের সর্বস্তরের মানুষের জন্য সবচেয়ে বড় পরিসরের সাংস্কৃতিক আয়োজন হল ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট, আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’। সুরের কাছে সমর্পিত সংগীতপ্রেমীদের আগমনে গতবারের মতো এবারও উৎসবটি সফল হবে এটাই কামনা। এটি আমাদের, আপনাদের, বাংলাদেশের ইভেন্ট। সহযোগিতা, সমর্থন এবং দিক নির্দেশনার মাধ্যমেই ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট, আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’ ধীরে ধীরে বিশ্বের দরবারে সুপরিচিত হয়ে উঠবে।
বিডি-প্রতিদিন/ ১২ নভেম্বর, ২০১৬/ আফরোজ