বরিশালে ‘জঙ্গিবাদ নির্মূল ও জঙ্গি-সঙ্গী বর্জন, বিচার কর’ বিষয়ক মতবিনিময় সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। সংগঠনের বরিশাল জেলা ও মহানহগর শাখার উদ্যোগে শনিবার সকালে নগরীর বগুড়া রোডে মুক্তিযোদ্ধা সংসদ ভবন হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাসদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ. হাই মাহবুব, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আনিছুর রহমান, অ্যাডভোকেট তোফাজ্জেল হক চৌধুরী, অ্যাডভোকেট মজিবুর রহমান, মহানগর ওয়ার্কার্স পার্টির আহ্বায়ক শান্তি দাস, অ্যাডভোকেট জলিলুর রহমান, জাহাঙ্গীর কবির মুকুলসহ জাসদের স্থানীয় নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা দেশের সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সরকারকে আরো কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/ ১২ নভেম্বর, ২০১৬/ আফরোজ