কথিত 'বড় ভাইয়ের' নির্দেশে ব্লগার নিলাদ্রী চ্যাটার্জি নিলয় ও লেখক প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা করা হয়। শুক্রবার রাতে রাজধানী থেকে আটক জঙ্গি খায়রুল ইসলাম ওরফে ফাহিমের কাজ ছিল দীপন-নিলয়কে অনুসরণ করা। তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা। ফাহিম আনসারুল্লাহ বাংলা টিমের ইন্টেলিজেন্স শাখার সদস্য। তিনি সংগঠনের পুরো আইটি শাখাটি দেখাশোনা করতেন।
শনিবার (১২ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।
খায়রুলকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, আনসারুল্লাহ বাংলা টিম ব্লগার নিলয় ও প্রকাশক দীপনকে হত্যার আগে তাদের বিষয়ে সকল প্রকার তথ্য সংগ্রহ ও তাদের মনিটরিংয়ের গুরু দায়িত্ব দেয় ফাহিমকে (২৪)। পরবর্তীতে সংগঠনের 'বড় ভাইয়ের' নির্দেশে দীপন-নিলয়কে হত্যা করা হয়।
এই কথিত 'বড় ভাই' আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সাসপেন্ডেন্ট মেজর সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়া ওরফে ইসতিয়াক বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টায় রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের ইন্টেলিজেন্স শাখার সদস্য খায়রুল ওরফে ফাহিমকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (দক্ষিণ) পুলিশ। বিভিন্ন হত্যাকাণ্ডের পর সংগঠনের বরাদ দিয়ে হত্যার দায় স্বীকার সংক্রান্ত বিভিন্ন পোষ্ট করতো জঙ্গি সদস্য এই খায়রুল ইসলাম।
যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন, ব্লগার নীলয় ও প্রকাশক দীপনকে হত্যা করার প্রায় ৫ মাস আগে থেকেই তাদের বিষয়ে সকল তথ্য সংগ্রহ করে সংগঠনের কথিত ‘বড় ভাই’ মেজর জিয়াকে দেখানো হয়। এরপর থেকে খাইরুলের প্রধান কাজ ছিল ব্লগার নিলয় ও প্রকাশক দীপনকে ফলো করা। তাদের প্রতিদিনের কর্মকাণ্ড ও চলাফেরা পর্যবেক্ষণ করা। তার সঙ্গে আরও ৪/৫ জন কাজ করে।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, যারা ধর্ম বিষয়ে বিভিন্ন উস্কানিমূলক লেখালেখি করে এবং বিভিন্ন প্রবন্ধ প্রকাশ করে, মূলত তাদের তালিকা তৈরি করাই ছিলো খায়রুলের কাজ। আর এসব তালিকা সে মেজর জিয়াকে দিতো। নির্দেশনা পেলে তা অনুসন্ধান করতো তারা।
২০১৩ সালে আরেক বড় ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার পরে সে আনসারুল্লাহ বাংলা টিমে কর্মী হিসেবে যোগদান করে। চলতি বছরের ২৬ সেপ্টেম্বর কথিত বড় ভাই মেজর জিয়ার সঙ্গে ঢাকার আশপাশ এলাকায় তার দেখা হয়েছিলো বলেও গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে জানায় ফাহিম। আইটি বিষয়ে পারদর্শী হওয়ায় সংগঠনের আইটি সেকশনের দায়িত্ব দেওয়া হয় তাকে।
প্রসঙ্গত, গত বছরের ৭ অাগস্ট ঢাকার গোড়ানে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা ব্লগার নিলয়কে। এরপর ৩১ অক্টোবর আজিজ সুপার মার্কেটের জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে দীপনকে কুপিয়ে হত্যা করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ