বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৬-১৭ সেশনে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা রবিবার থেকে শুরু হতে যাচ্ছে।
‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও তাদের ভর্তি পরীক্ষা কমিটি পাঁচ দিনব্যাপী (রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ) অনুষ্ঠিতব্য এ পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।’ আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. একেএম নুরুন্নবী বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হবে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকবে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের অধীনে ২১ বিভাগের ১ হাজার ২৩০ আসনের বিপরীতে ভর্তিচ্ছু ৬১ হাজার ৫৭৭ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে। এর মধ্যে কলা অনুষদের ‘এ’ ইউনিটে ১৩ হাজার ২৯৬ পরীক্ষার্থী, সামাজিক বিজ্ঞান অনুষদের ‘বি’ ইউনিটে ১৫ হাজার ৯৪৫ পরীক্ষার্থী ও ব্যবসার শিক্ষা অনুষদের ‘সি’ ইউনিটে ৮ হাজার ৯৩ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
এছাড়া, বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটে ১০ হাজার ৪১৮ পরীক্ষার্থী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ‘ই’ ইউনিটে ৮ হাজার ২৭৫ পরীক্ষার্থী ও লাইফ অ্যান্ড আর্থ-সায়েন্স অনুষদের ‘এফ’ ইউনিটে ৫ হাজার ৫৫০ পরীক্ষার্থী আবেদন করেছেন।
ভর্তি পরীক্ষার প্রথমদিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে রবিবার চার শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল ৯টায়, দ্বিতীয় শিফট বেলা সাড়ে ১১টায়, তৃতীয় শিফট দুপুর ২টায় এবং চতুর্থ শিফট বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
১৪ নভেম্বর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা একই ভবনে প্রথম শিফট সকাল ৯টায়, দ্বিতীয় শিফট বেলা সাড়ে ১১টায়, তৃতীয় শিফট দুপুর ২টায় ও চতুর্থ শিফট বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৫ নভেম্বর সকাল ৯ টায় প্রথম শিফট ও বেলা ১১টায় দ্বিতীয় শিফট অনুষ্ঠিত হবে।
‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর সকাল ৯টায় প্রথম শিফট, বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় শিফট ও দুপুর ২টায় তৃতীয় শিফট অনুষ্ঠিত হবে।
১৭ নভেম্বর ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ৯টায় প্রথম শিফট ও বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় শিফট এবং ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ২টায় প্রথম শিফট ও বিকেল ৪টায় দ্বিতীয় শিফটে অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/ ১২ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৪