চট্টগ্রাম বন্দরে সাইলো জেটিতে আঘাত এবং এমভি গাজীতে ধাক্কা দেয়ার ঘটনা তদন্ত করতে দু সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে নৌ-বাণিজ্য দফতর (এমএমও)। কমিটিতে আহবায়ক করা হয় নৌ-বাণিজ্য দফতরের নটিক্যাল সার্ভেয়ার শেখ জালাল উদ্দিন গাজী। কমিটির অপর সদস্য করা হয়েছে চট্টগ্রাম বন্দরের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন আবু সুফিয়ান। কমিটিকে আগামী ৫ কর্ম দিবসের মধ্যে অনুসন্ধান, ক্ষয়ক্ষতি নির্ধারণ এবং দায়ীদের শনাক্ত করতে নির্দেশ দেয়া হয়। শনিবার এ কমিটি গঠন করা হয়।
নৌ বাণিজ্য দফতরের প্রিন্সিপাল অফিসার প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, গঠিত তদন্ত কমিটি ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ঘটনার কারণ উৎঘাটন করবে। কমিটি আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে রিপোর্ট জমা দেবে।
বন্দরের খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মো.জহিরুল ইসলাম জানান, এমভি সামিরের ধাক্কায় সাইলো জেটিতে বেশ ক্ষতি হয়েছে। প্রকৌশলীরা ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে। তারপর ক্ষতিপূরণ চাওয়া হবে।
বন্দর সূত্রে জানা যায়, এমভি সামির ধাক্কায় এমভি গাজী’র সামনের অংশ ভেঙে গেছে। জাহাজটি মেরামত করতে ১০ থেকে ১২ দিন সময় লাগবে। ওই জাহাজে ৩ হাজার টন পণ্য রয়েছে। মেরামতের পর জাহাজটি বন্দর ত্যাগ করতে পারবে।
প্রসঙ্গত, শুক্রবার কুয়াশায় কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট ক্লিংকারবাহী এমভি সামির বন্দরের সাইলো জেটিতে আছড়ে পড়ে। এসময় জেটিতে নোঙর করে রাখা এমভি গাজীকে ধাক্কা দেয়। চ্যানেল নিরাপদ রাখতে প্রায় তিনঘণ্টা জাহাজ চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করে বন্দর কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/ ১২ নভেম্বর, ২০১৬/ আফরোজ