যুদ্ধাপরাধীদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত ‘বিএনপি-জামায়াতের অশুভ রাজনীতি প্রতিরোধ’ বিষয়ক আলোচনা সভায় শাজাহান খান বলেন, ‘যুদ্ধাপরাধীদের সম্পদ ও প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে।’
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে আলোচনায় শাজাহান খান যুদ্ধাপরাধীদের উত্তরাধিকারীদের নাগরিকত্ব বাতিলেরও আহ্বান জানান।
২০১৫ সালে ধ্বংসাত্মক কার্যক্রমের জন্য বিএনপি’র সমালোচনা করে তিনি বলেন, হরতাল ও অবরোধের নামে দেশব্যাপী সন্ত্রাসী কার্যক্রম ছড়িয়ে দিতে বিএনপি-জামায়াত এবং অন্যান্য অপশক্তিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।
এসময় অন্যদের মধ্যে প্রজন্ম লীগ উপদেষ্টা সৈয়দা রোকেয়া বেগম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/ ১২ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১১