আত্মীয়ের বাড়ি বেড়ানো শেষে মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে গাজীপুরে বাসের চাকায় পৃষ্ট হয়ে শনিবার রাতে এক শিশু নিহত হয়েছে। নিহতের নাম আরজিনা (১২)। সে নওগাঁ জেলার রানীনগর গ্রামের বাবুর মেয়ে।
নিহতের মা ফোয়ারা বেগম জানান, রাজধানীর মিরপুরে এক আত্মীয়ের বাসায় বেড়ানো শেষে শনিবার রাতে দুই মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পাড় হচ্ছিলেন। এসময় ঢাকাগামী একটি বাস তার মেয়ে আরজিনাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আরজিনা মারা যায়।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই এমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করলেও বাসটি আটক করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/ ১২ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৯