রোগীর স্বজনদের সাথে প্রতারণার অভিযোগে এক অ্যাম্বুলেন্সের চালক ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। তারা হলেন চালক রনি ও হেলপার বিল্লাল।
শনিবার দিবাগত রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের সামনে থেকে তাদের আটক করা হয় বলে জানান শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।
তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) থেকে ফরিদুল ইসলাম নামের এক রোগীকে ঢামেকে অানার জন্য চুক্তিবদ্ধ হয় অ্যাম্বুলেন্স এর চালক ও হেলপার। তবে ঢাকায় পৌঁছে ঢামেকের বদলে রোগীকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেন তারা। পরবর্তীতে স্বজনদের চাপের মুখে রোগীকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন অ্যাম্বেলেন্সের চালক ও হেলপার।
খবর পেয়ে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে তাদের আটক করে পুলিশ। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা নেবে বলেও জানান ওসি আবু বক্কর।
বিডি প্রতিদিন/ ১৩ নভেম্বর ২০১৬/মাহবুব