রাজধানীর খিলগাঁও নন্দীপাড়ায় আজ শুক্রবার ভোরে সন্ত্রাসীদের সঙ্গে ডিবি পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় তালিকাভূক্ত সন্ত্রাসী খোরশেদ আলম সোহেলকে (৩৪) গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। একই সঙ্গে চার সহযোগীকেও আটক করা হয়েছে।
ডিবি পুলিশের পূর্ব (অবৈধ অস্ত্র) বিভাগের পরিদর্শক গিয়াস উদ্দিন জানান, নন্দীপাড়ায় একটি নির্মাণাধীন ভবনে তালিকাভূক্ত সন্ত্রাসীরা অবস্থান করার সংবাদ গোপন সূত্রে জানতে পেরে আজ শুক্রবার ভোর ৪টায় ডিবি পুলিশ অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে তালিকাভূক্ত সন্ত্রাসী খোরশেদ গুলিবিদ্ধ হন। দুটি গুলি তার পায়ে লাগে।
এসময় কর্মকর্তাসহ মোট চারজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানান গিয়াস উদ্দিন।
তিনি বলেন, সোহেলকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে খোরশেদের চার সহযোগীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি পিস্তল ও বেশকিছু গুলি উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম