রাজধানীর বিমানবন্দর কাউলা এলাকায় গাড়ির ধাক্কায় মকবুল হোসেন (৪৫) নামে এক প্রতিবন্ধী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম মামুনুর রহমান নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই মামুনুর জানান, কুড়িগ্রাম রৌমারী উপজেলার মৃত আফসার মুনশীর ছেলে শারীরিক প্রতিবন্ধী মকবুল এক মাস আগে গ্রাম থেকে ঢাকায় এসে ভিক্ষা করতেন।
তিনি আরও জানান, কাউলা এলাকায় রাস্তা পারাপারের সময় যানবাহনের ধাক্কায় আহত হন মকবুল। কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম