গাজীপুরের কুনিয়া টেকপাড়া এলাকা থেকে এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। নিহতের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ জানান, গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া টেকপাড়া এলাকার আয়েজ আলীর বাড়ির পাশে বস্তাটি পড়ে ছিল। সেখান থেকে দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ফেলে যায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ