রাজধানীতে পৃথক দুর্ঘটনায় নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আলো বেগম (২০) ও ফার্মগেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোকন (২১) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে তাদের ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আলোর স্বামী রনি জানান, স্ত্রী ও ছেলে রোজনসহ যাত্রাবাড়ীর একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেল নিয়ে গেন্ডারিয়া শহীদনগর ফিরছিলেন। পথিমধ্যে শনিরআখড়া এলে মোটরসাইকেলের পেছন থেকে হঠাৎ করে আলো পড়ে যায়। এতে তার মাথা গুরুতর আঘাতপ্রাপ্ত হয় ও প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হতে থাকে। এসময় ঢামেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে ফার্মগেট আজাগলিতে একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোকন (২০) মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল