সাভারের পাখিজা এলাকায় বাসচাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালকের নাম রুবেল (৩০)।
প্রতক্ষ্যদর্শীরা জানান, রুবেল ভ্যান চালিয়ে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে সে পাখিজা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তার ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করেছে। এছাড়া মরদেহ উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ব্যাপারে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯