সিলেট মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাহমুদুর রহমান দেলোয়ারকে সুনামগঞ্জ শহরের ষোলঘর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিনগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মাহমুদুর রহমানের বিরুদ্ধে নাশকতাসহ ৪০টি জিআর মামলা রয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামি মাহমুদুর এতোদিন পলাতক ছিলেন। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার বুড়িস্থল গ্রামের আব্দুর রউফের ছেলে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।