টানা ২ দিন পর বরিশাল, পটুয়াখালী ও বরগুনা জেলার ৮ রুটের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার রাতে বরগুনা সার্কিট হাউজে বরিশাল, পটুয়াখালী ও বরগুনা বাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে ত্রি-পক্ষিয় সমঝোতা সভায় সন্তোষজনক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাস মালিক-শ্রমিক নেতারা।
সভায় মহাসড়কে ভাড়ায় চালিত মোটরসাইকেল এবং সকল ধরনের থ্রি-হুইলার চলাচল বন্ধে আগামী এক সপ্তাহের মধ্যে কার্যকর পদক্ষেপ নেয়া এবং আমতলীতে বাস শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে প্রশাসনিক সিদ্ধান্তের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয় বলে জানিয়েছেন বরিশাল-পটুয়াখালী মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন। এর ফলে আজ শনিবার থেকে এই ৩ জেলার বন্ধ থাকা ৮ রুটে যাত্রীবাহী বাস চলাচল করবে।
বরগুনার জেলা প্রশাসক ড. মো. বশিরুল আলমের সভাপতিত্বে সমঝোতা সভায় পুলিশ সুপার বিজয় কুমার বসাক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, বরিশাল-পটুয়াখালী মিনি বাস মালিক সমিতির নির্বাহী সভাপতি নজরুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন, পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি রিয়াজউদ্দিন মৃধা, সাধারণ সম্পাদক দুলু মৃধা, বরগুনা বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু এবং সাধারন সম্পাদক ছগির হোসেনসহ ৩ জেলার পরিবহন শ্রমিক নেতারা অংশগ্রহণ করেন।
বরিশাল-পটুয়াখালী মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে ভাড়ায় চালিত মোটরসাইকেল ও থ্রি হুইলার বন্ধ এবং আমতলীতে মাহেন্দ্র ও বাস শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১৮জন বাস শ্রমিকদের মুক্তির দাবিতে গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বরিশাল নগরীর দক্ষিনাংশ অর্থাৎ বরিশাল, পটুয়াখালী এবং বরগুনার ৮ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেয়া হয়েছিলো।
শিপন বলেন, ধর্মঘটের দ্বিতীয় দিন শুক্রবার রাতে বরগুনা সার্কিট হাউজে এক সভায় বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরুজ্জামানকে প্রধান করে একটি সাব-কমিটি গঠন করা হয়। এই সাব কমিটি পরবর্তী এক সপ্তাহের মধ্যে মহাসড়ক থেকে সকল ভাড়ায় চালিত মোটরসাইকেল ও থ্রি হুইলার চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নেবেন। একই সাথে বাস শ্রমিকদের বিরুদ্ধে আমতলীতে দায়েরকৃত মামলাও প্রত্যাহারের আশ্বাস দিয়েছে প্রশাসন। এর প্রেক্ষিতে মালিক-শ্রমিক সকলে সন্তুষ্ট হয়ে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
বিডি প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল