চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মাদারবাড়ি এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটির জের ধরে রাসেল নামের এক যুবক আত্মহত্যা করেছে। রাসেলের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। রাসেলের বাড়ি নোয়াখালী জেলায়।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় রাসেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মরজিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "রাসেল মাদারবাড়ি জাফর কমিশনার গলির মান্নানের ভবনের ভাড়াটিয়া ছিলেন। প্রায় সময় স্ত্রীর সঙ্গে তার ঝগড়াঝাটি লেগে থাকতো। পারিবারিক কলহের জের ধরে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে স্ত্রীর অজান্তে ফ্যানের সঙ্গে গামছা পেচিয়ে ফাঁস খাওয়ার চেষ্টা করেন। পরে সাড়ে ১২টার দিকে স্ত্রী তা দেখে ফেললে দ্রুত নামিয়ে চমেক হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টার দিকে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
বিডি-প্রতিদিন/ ১৮ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫