সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর উঠে যাওয়ায় এক বৃদ্ধ নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত বৃদ্ধের নাম আরশেদ আলী (৮৫)। শনিবার দুপুরে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, দুপুরে মানিকগঞ্জ থেকে ওই প্রাইভেটকাটি সাভারের রাজফুলবাড়িয়া এলাকার দিকে আসছিল। প্রাইভেটকারটি ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপরে উঠে দুমড়ে মুচড়ে যায়। এ সময় প্রাইভেটকাটির ভেতরে থাকা চারজন গুরুতর আহত হয়। এই সঙ্গে পথচারী আরশেদ আলী আহত হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আরশেদ আলী সেখানেই মারা যান। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১৮ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২০