বিগত সময়ের তুলনায় এখন শিক্ষার গুণগত মান বেড়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
আজ শনিবার দুপুরে খুলনা ডুমুরিয়া বিয়াম ল্যাবরেটারি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। একটি দেশের অগ্রগতির পূর্বশর্ত হলো শিক্ষা, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এই বিবেচনায় সবার সার্বিক প্রচেষ্টায় বিগত সময়ের তুলনায় শিক্ষার গুণগত মান এখন বেড়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষায় শতভাগের কাছাকাছি শিক্ষার্থী ভর্তি এবং শিক্ষা বর্ষের প্রথমে পাঠ্য বই প্রদানসহ নানা ক্ষেত্রে সরকার সফলতা অর্জন করেছে। প্রাথমিক শিক্ষাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ আবু সাঈদ আহমেদ বক্তব্য রাখেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী রংপুর কালিবাটি মাধ্যমিক বিদ্যালয়ে ‘মা দিবসের’ অনুষ্ঠানে এবং বিকেল রঘুনাথপুরে মতুয়া মহাসম্মেলনে যোগদান করেন।
বিডি প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম