রাজধানীর রামপুরায় মেয়ের বাড়িতে ফাতেমা বেগম (৭০) এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।
শনিবার রাত ১১দিকে এই ঘটনা ঘটে বলে জানান রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা। তিনি বলেন, রামপুরার মহানগর প্রোজেক্টের রোড এলকার একটি বাড়ি থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় ফাতেমা বেগমের লাশ উদ্ধার করা হয়।
মৃত ফাতেমা বেগমের মেয়ের জামাই শেখ আহমেদ সমীর বলেন, ‘গত ৫ বছর ধরে শাশুড়ি আমাদের সাথে থাকেন। মেয়ের সাথে অভিমান করে গতকাল থেকে ভাত খাওয়া বন্ধ করেছিলেন। আজ রাতে সবাই যখন টিভির ঘরে ছিল, তখন তিনি ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।’
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব