গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) ভোগড়া এলাকায় গাড়িচাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত ভ্যান চালকের নাম শরীফুল ইসলাম (৪০)। নিহত শরীফুল নীলফামারীর ডোমরা থানার চান্দুখানা এলাকায় বাসিন্দা। তিনি গাজীপুরের বাসন সড়ক এলাকায় ভাড়া থাকতেন।
রবিবার সকাল ৬টার দিকে ওই এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মো. আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ওই এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ভ্যান চালিয়ে যাওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি ভ্যানচালক শরীফুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।"
বিডি-প্রতিদিন/ ১৯ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫