মিথ্যা ধর্ষণচেষ্টার অভিযোগে মামলার দায়ের করার কারণে অভিযোগকারী ফিরোজা বেগমকে এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, আনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ধরে আরেক অভিযোগকারী গিয়াস উদ্দিন গোপালকে ক্ষতিসাধনের উদ্দেশ্য প্রমাণিত হওয়ায় রবিবার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল -৫ এর বিচারক এ আদেশ দেন।
আসামি ফিরোজা বেগম ঢাকা জেলার দোহার থানার নুরুল ইসলামের স্ত্রী।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব