সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলুকে।
গত শনিবার রাতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
আগামী ৬ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে ওসমানীনগরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান দলের উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান। দল থেকে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হয় জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আখতারুজ্জামন চৌধুরী জগলুকে। কিন্তু জগলু ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাখান করে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হন।
এ ব্যাপারে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, আওয়ামী লীগের রাজনীতি করতে হলে দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনেই করতে হবে। দলীয় সিদ্ধান্ত না মানায় জগলুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন