চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ডাকাতির ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় তিন জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন জসিম উদ্দিন, ইসমাইল ও সৈয়দুল হক। তারা তিনজনই পলাতক আছেন। রবিবার চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরে আলম এই রায় দিয়েছেন।
অতিরিক্ত জেলা পিপি লোকমান হোসেন চৌধুরী বলেন, ২০০৪ সালের ১৬ মার্চ রাতে বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর গ্রামে আব্দুর রহিমের বাড়িতে ডাকাতি হয়। পরদিন আব্দুর রহিম বাদী হয়ে বোয়ালখালী থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তিনজনকে কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
জানা যায়, ২০০৫ সালের ৩০ জুন ২২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। ২০০৮ সালের ১১ মার্চ আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৫, ৩৯৭ ও ৪১২ ধারায় অভিযোগ গঠন করা হয়। মামলা প্রমাণে আটজনের সাক্ষ্য নেয় রাষ্ট্রপক্ষ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ