কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ১১ মাস পেরিয়ে গেলেও ঘাতকরা এখনো রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে। হত্যাকাণ্ডের পর বিচারের দাবিতে যেভাবে আন্দোলন ছড়িয়ে পড়েছিল তা এখন একেবারেই স্তিমিত হয়ে পড়েছে। এদিকে মামলার তদন্ত কার্যক্রম এবং মামলার ভবিষ্যৎ নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছে তনুর পরিবার।
তনুর মা আনোয়ারা বেগম বলেন, আমরা মেয়ে হত্যার বিচার চেয়ে সিআইডি’র দ্বারে দ্বারে ঘুরে ক্লান্ত ও হতাশ হয়ে পড়েছি। জানি না বিচার পাব কি-না। সিআইডি কর্মকর্তারা শুধুই বলছেন- তনু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হবে এবং ঘাতকরা শাস্তি পাবেই। কিন্তু এ পর্যন্ত বিচার পাবো এমন কোনো কার্যক্রম তারা দেখাতে পারেননি।
সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সভাপতি আলী আকবর মাসুম বলেন, দেশে বিচার ব্যবস্থার উন্নতির কথা বলা হলেও তনুসহ অন্যান্য হত্যাকাণ্ডের বিচার না হওয়ার কারণে মানুষ হতাশ হচ্ছে। আমরা দ্রুত তনু হত্যার বিচার চাই।
মামলার তদন্তকারী কর্মকর্তা এবং সিআইডি-কুমিল্লার সহকারী পুলিশ সুপার জালাল উদ্দীন আহমেদ বরাবরের মতো বলেন, মামলাটির তদন্ত কাজ চলছে, তাই এ বিষয়ে এখন কোনো মন্তব্য করা যাচ্ছে না।
বিডি-প্রতিদিন/এস আহমেদ