ভুয়া জন্মদিন পালন বন্ধে দায়ের করা এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারে পুলিশকে তাগিদ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম খালেদাকে গ্রেফতারের জন্য গুলশান থানার পুলিশকে তাগিদ দেন।
মামলার বাদির আইনজীবী দুলাল মিত্র আদালতে বলেন, সাড়ে তিন মাসেও খালেদাকে গ্রেফতার করা হয়নি। তিনি আদালতে প্রশ্ন রাখেন, পরোয়ানা জারির পরও কেন তাকে গ্রেফতার করা হয় না? আইন কেন সবার জন্য সমান নয়?
মামলায় উল্লেখ করা হয়, এসএসসি পরীক্ষার নম্বরপত্র অনুযায়ী তার জন্মদিন ১৯৪৬ সালের ৫ সেপ্টেম্বর বলে উল্লেখ করা হয়। আবার খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন ১৯৯১ সালে আরো একটি জাতীয় দৈনিকে তার জীবনী নিয়ে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী খালেদার জন্মদিন ১৯৪৫ সালের ১৯ আগস্ট। এছাড়া তার বিয়ের কাবিননামা অনুযায়ী ১৯৪৪ সালের ৪ আগস্ট ও মেশিন রিডঅ্যাবল পার্সপোর্ট অনুযায়ী তার জন্মদিন ১৯৪৬ সালের ৫ আগস্ট বলেও উল্লেখ করা হয়।