চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. রফিক (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে পশ্চিম মাদারবাড়ির পানির টাংকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকের গ্রামের বাড়ি ভোলা জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম মাদারবাড়ির পানির টাংকি এলাকায় একটি কাভার্ডভ্যান ওই রিকশাচালককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নায়েক কাঞ্চন বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/৪ মার্চ ২০১৭/এনায়েত করিম