জালিয়াতির মামলায় গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) টঙ্গী ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মজিবুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন গাজীপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. ইলিয়াস হোসেন।
মামলার বাদী স্থানীয় সাংবাদিক মাসুদ সরকার জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ভূয়া সনদপত্র দিয়ে তার বিরুদ্ধে ৩২৬-সহ বিবিধ ধারায় গাজীপুর আদালতে মিথ্যা অভিযোগে একটি মামলা (সিআর নং-২৯৩/১৬) দায়ের হয়। পরে ওই মেডিকেল সনদটি আদালতে জাল বলে প্রমাণিত হলে সাংবাদিক মাসুদ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মজিবুর রহমানসহ প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে জালিয়াতির অভিযোগে মামলা (সিআর নং-৩৯/১৬) দায়ের করেন। ওয়ার্ড কাউন্সিলর যোগসাজশ করে ওই জাল সনদ আলোচিত মিথ্যা মামলার বাদীকে সরবরাহ করেন বলে সাংবাদিক মাসুদ এ সময় অভিযোগ করেন।
উভয়পক্ষের দীর্ঘ শুনানী শেষে আদালত ওয়ার্ড কাউন্সিলর মজিবুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এব্যাপারে কাউন্সিলর মজিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি আমার জানা নেই।
বিডি-প্রতিদিন/ ৪ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২২