চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- আবুল কালাম এবং আবদুল হামিদ। শনিবার সকালে নগরীর বায়েজিদ থানাধীন নতুন পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বায়েজীদ থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দু'জনই রিক্সাচালক। তারা টাকার বিনিময়ে কক্সবাজার থেকে ইয়াবাগুলো নগরীতে নিয়ে আসে। এ ঘটনায় বায়েজিদ বোস্তামি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ