সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় কারাগারে থাকা এহতেশামুল হক ভোলাকে জিজ্ঞাসাবাদ করতে ফের হেফাজতে নিয়েছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার দুপুরে ভোলাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নগরীর লালদীঘির পাড়ে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়।
এর আগে একই মামলায় গত বছরের জুলাইয়ে ভোলাকে আরও দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ডিবি।
মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) মো. কামরুজ্জামান বলেন, কয়েক মাস আগে ভোলাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে দুইদিন পেয়েছিলাম। তখন জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাই জিজ্ঞাসাবাদের জন্য আবার পুলিশের হেফাজতে আনা হয়।
প্রসঙ্গত, গত বছরের ৫ জুন নগরীর জিইসি মোড় এলাকায় গুলি ও ছুরিকাঘাতে নিহত হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/০৫ মার্চ, ২০১৭/মাহবুব