চট্টগ্রাম মহানগরীর ছোটপুল এলাকা থেকে বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ পাঁচ মাদক বিক্রেতাকে আটক করেছে হালিশহর থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় ছোটপুলের ‘ডাইল করিমের গলি’ পরিচিত একটি আস্তানা থেকে তাদের আটক করা হয়।
হালিশহর থানার ওসি মো. মাহফুজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের আস্তানা ঘিরে অভিযান চালিয়েছি। এ সময় তাদের কাছে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন পাওয়া যায়। আটক পাঁচ জনের মধ্যে ডাইল হিরু এবং টাক্কু সুমন নামে দু'জন বড় মাদক বিক্রেতা রয়েছে। বাকি তিনজন মাদারবাড়ি থেকে তাদের কাছে এসেছিল। তারাও মাদক বিক্রি করে।
আটক পাঁচজনের দেয়া তথ্যের ভিত্তিতে হালিশহরের শীর্ষ মাদক ব্যবসায়ী ডাইল করিমের বাসায় অভিযান চালানো হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ