হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি স্বর্ণসহ দুই যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের বিমানবন্দর ইউনিট।
রবিবার দিবাগত মধ্যরাতে তাদের আটক করা হয় বলে জানান ঢাকা কাস্টমস হাউসের বিমানবন্দর ইউনিটের সহকারী কমিশনার সুমন চাকমা।
তিনি বলেন, আটক রুবেল হোসেন ও রমন চন্দ্র দাশের কাছে থাকা চার্জলাইট তল্লাশি করে ওই স্বর্ণ জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ, ২০১৭/মাহবুব