বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরে আলম এই রায় দিয়েছেন। নিহত বড় ভাইয়ের নাম মো, ইসমাইল আর দণ্ডপ্রাপ্ত ছোট ভাইয়ের নাম মো. ইব্রাহিম। তাদের বাড়ি চন্দনাইশ উপজেলার হাছানদণ্ডী গ্রামে। দণ্ডিত আসামি ইব্রাহিম পলাতক রয়েছেন।
এ বিষয়ে অতিরিক্ত জেলা পিপি লোকমান হোসেন চৌধুরী মামলার বরাত দিয়ে জানান, ইব্রাহিমের সঙ্গে বড় ভাই ইসমাইলের স্ত্রীর পরকীয়া ছিল। এ নিয়ে ইসমাইল ও ইব্রাহিমের মধ্যে দ্বন্দ্ব ছিল। ২০০২ সালের ১৯ মে শাক তুলতে যাবার কথা বলে ইব্রাহিম তার বড় ভাইকে স্থানীয় খালপাড়ে নিয়ে যায়। সেখানে প্রথমে তাকে কুপিয়ে এবং পরে খালের মধ্যে ডুবিয়ে নৃশংসভাবে খুন করে। এই ঘটনায় পুলিশ ইব্রাহিমকে আটক করেছিল। তার বাবা নূরুল ইসলাম বাদি হয়ে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেছিলেন। ২০০২ সালের ১৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে ২০০৩ সালের ৬ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের আগেই আসামি ইব্রাহিম জামিনে নিয়ে পালিয়ে যান।