আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে কুমিল্লা (দ:) জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগসহ ১৪ দলের সঙ্গে যৌথ সভা করেন আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক একে এম এনামুল হক শামীম।
বুধবার রাত ৯টায় তিনি এ সভা করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নৌকার প্রশ্নে কোথাও কোনো বিভেদ নেই। কুমিল্লায় দলের মধ্যে নিজেদের ছোটখাট বিভেদ মিটে গেছে। আমাদের ঐক্যবদ্ধ থেকে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। তিনি ১৪ দলের নেতৃবৃন্দকেও আন্তরিক ভাবে নৌকার জন্য কাজ করার আহবান জানান। এ সময় ১৪ দলের নেতৃবৃন্দ তাদের সমর্থন প্রকাশ করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার জন্য কাজ করবেন বলে অঙ্গীকার করেন।
জেলা ১৪ দলের যুগ্ম আহ্বায়ক জেলা ন্যাপ সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ওমর ফারুক, আওয়ামী লীগ নেতা সফিক সিকদার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, আওয়ামী লীগ নেতা পার্থ সারথী দত্ত, চিত্তরঞ্জন ভৌমিক, আবদুল হাই বাবলু, মহানগর আওয়ামী লীগ নেতা আরফানুল হক রিফাত, কবিরুল ইসলাম শিকদার, সাবেক ছাত্র নেতা নূর-উর রহমান মাহমুদ তানিম, জাসদের জেলা সভাপতি অধ্যক্ষ সফিকুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ফারুক, মহানগর সমন্বয়ক শহীদুল হক স্বপন, কমিউনিস্ট কেন্দ্রের আনোয়ার হোসেন, সাম্যবাদী দলের কমরেড আবু তাহের প্রমুখ।
আগামী ৩০ মার্চ অনুষ্ঠিতব্য কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সভা-সেমিনারে ব্যস্ত সময় পার করছেন এনামুল হক শামীম। গত ১ মার্চ থেকে তিনি কুমিল্লায় অবস্থান করছেন। প্রথমে রামঘাটস্থ কুমিল্লা (দ:) আওয়ামী লীগের কার্যালয়ে তিনি বিকেল ৪ টায় জেলা মহিলা লীগের সাথে মতবিনিময় করেন। সংরক্ষিত নারী আসনের সাংসদ জোবেদা খাতুন পারুল এমপির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে ৫টায় জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপির সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেলসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সন্ধ্যায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সাথে মত-বিনিময় করেন এনামুল হক শামীম। সংগঠনের সভাপতি ডা. আবদুল বাকী আনিসের সভাপতিত্বে মতবিনিময় সভায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী করতে ব্যাপক আলোচনা হয়।