চট্টগ্রাম মহানগরীর ফিশারিঘাটে মাছের একটি আড়তে অভিযান চালিয়ে এক টনের বেশি জাটকা জব্দ করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে মাছ ব্যবসায়ী শামছু সওদাগরের আড়তে অভিযান চালিয়ে জাটকাগুলো উদ্ধার করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ও হাছান বিন আলী এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছান বিন আলী বলেন, খবর পেয়ে আমরা ফিশারিঘাটের মাছের আড়তে অভিযান পরিচালন করি। সেখান থেকে এক টনের বেশি জাটকা জব্দ করা হয়। জাটকাগুলো নগরের ১৮টি এতিমখানায় শিক্ষার্থী অনুপাতে বিতরণ করে দেওয়া হয়।
প্রসঙ্গত সরকার ‘জাটকা ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করবো না’- স্লোগানে ১১ থেকে ১৭ মার্চ দেশব্যাপি জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করছে।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫