রাজধানীর শ্যামপুর পোস্তগোলায় মাইক্রোবাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ফারুক (৫০)। তার বাড়ি বাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ।
নিহত ফারুকের ভাই আবু সালেক জানান, তারা শ্যামপুর পোস্তগোলা নতুন আলী বহর এলাকার বাসিন্দা। ফারুক পোস্তগোলায় একটি রোলিংমিলে কাজ করতেন। দুপুরে কাজ শেষে বাসায় ফেরার পথে পোস্তগোলার আন্তঃজেলা ট্রাক শ্রমিক ক্লাবের সামনে রাস্তাপার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পেরে ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "নিহত ফারুকের মরদেহ মর্গে রাখা হয়েছে।"
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১২