রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অপহৃত এক তরুণকে উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) সদস্যরা। উদ্ধারকৃত তরুণ রওনাকুর সালেহীন শুভ (১৮)। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক মো. মইনুল ইসলাম।
তিনি জানান, শুক্রবার (১০ মার্চ) শুক্রবার সকালে ক্যান্টনম্যান্ট এলাকা থেকে নিখোঁজ হন শুভ। পরে অপহরণকারীরা শুভর বাবার মোবাইলে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। শুভ’র বাবার অভিযোগের ভিত্তিতে ওইদিন রাতে মুক্তিপণ চাওয়া মোবাইল নম্বরটি ট্র্যাক করে ধানমন্ডির একটি বাসা থেকে শুভকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/১১ মার্চ ২০১৭/হিমেল