তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু শনিবার বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত ফেসবুক ও ইউটিউবে ফেসবুক ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আইডিতে সরাসরি যুক্ত থাকবেন।
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ বিকালে আয়োজিত জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মহাসমাবেশ চলাকালে এ সংযোগের ফলে সমগ্র বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ ইন্টারনেটের মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ও তাদের মতামত জানাতে পারবেন।
হাসানুল হক ইনু জাসদ প্রধান হিসেবে মহাসমাবেশে সভাপতিত্ব করবেন। দেশের সকল অঞ্চল থেকে আগত প্রায় ৫০ হাজার নেতাকর্মী এ সমাবেশে যোগ দিচ্ছেন বলে জানিয়েছে জাসদ সূত্র।
বিডি প্রতিদিন/১১ মার্চ, ২০১৭/ফারজানা