বৈশাখী ভাতা ও বার্ষিক পাঁচ ভাগ প্রবৃদ্ধিসহ সাত দফা দাবীতে বরিশালে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন বেসরকারি স্কুলের শিক্ষক-কর্মচারিরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল জেলা শাখার আয়োজনে বুধবার সকাল ১১টা থেকে এ কর্মসূচি শুরু হয়।
বক্তারা বৈশাখী ভাতা, বার্ষিক পাঁচ ভাগ প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া প্রদান, নন এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণ, শিক্ষা জাতীয়করণ এবং সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণের দাবী জানান।
নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে আয়োজিত ওই কর্মসূচিতে বক্তব্য দেন জেলা সভাপতি আব্দুল মালেক হাওলাদার, শিক্ষক সমিতির আঞ্চলিক সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, তোফায়েল আহমেদ, মাওলানা আব্দুস সালাম প্রমুখ। তাদের দাবীর প্রতি সমর্থন জানাতে এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
বিডি প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৭/ফারজানা